হোসেনপুরে শেষ মহূর্তে আতর টুপি জায়নামাজ ও সুরমা কেনার ধুম
ঈদ কেনাকাটা- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে কিশোরগঞ্জের হোসেনপুরে আতর, টুপি ও জায়নামাজ কেনার ধুম লেগেছে। সেই সাথে বেড়েছে সুরমার কদরও। অভিজাত বিপণিবিতান ছাড়াও ছোট ছোট মৌসুমি দোকানেও এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। এরই ধারাবাহিকতায় হোসেনপুর জামে মসজিদের আশপাশের রাস্তায় আতর ও টুপির অনেকগুলো দোকান বসেছে। সেখানেও ক্রেতাদের ভিড়। অনেকেই এসব দোকান থেকে নতুন টুপি, আতর ও জায়নামাজ কিনছেন। সেই সাথে চোখে লাগানোর সুরমাও কিনছেন অনেকেই।
এক মৌসুমি টুপি বিক্রেতা নাদিম জানান, দেশী টুপির নকশা ও কারুকাজ ভালো হওয়ায় এবার বিদেশী টুপির চেয়ে দেশী টুপির চাহিদাই বেশি। খায়রুল নামে আরেক টুপি বিক্রেতা জানান, আমাদের এখানে ৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা দামের টুপিও আছে। তবে ৫০ টাকা থেকে ১০০ টাকা দামের টুপির চাহিদাই বেশি।
আতর ব্যবসায়ী মাহফুজ জানান, মূলত ২০ রমজানের পর থেকেই আতর, টুপি ও জায়নামাজ বিক্রির পরিমাণ বেড়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রে এক দামেই টুপি বিক্রি হয়। আতর কেনার ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা ৫০ থেকে ১০০ টাকার মধ্যে থাকে বেশি। তবে কেউ কেউ ২০০ থেকে ৫০০ টাকা দামের আতরও কিনছেন। দেশে তৈরি আতরের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে শাহী দরবার, আলিফ, মারজান, জেসমিন, রজনী, মদিনা ইত্যাদি। এসব আতরের দাম ৫০-১৫০ টাকার মধ্যে, যা সব শ্রেণী-পেশার মানুষের পছন্দ ও সাধ্যের মধ্যেই আছে। আবার কেউ কেউ চাহিদা মাফিক বিদেশী আতরও কিনে নিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ঝর্ণা কসমেটিকস, আজহার গার্মেন্টস ও আদর্শ গার্মেন্টসসহ বিভিন্ন মার্কেটগুলোতে এবার বেশি বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জায়নামাজ। যার দাম ২০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা