১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কম খরচে বেশি লাভ

মুলাদীতে কৃষিতে নতুন সংযোজন বারি বেগুন-১২

-

বরিশালের মুলাদী উপজেলায় প্রথমবারের মতো বারি বেগুন-১২ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মো: সাইদুল। উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম নতুন জাতের বারি বেগুন-১২ সম্প্রসারণের জন্য কৃষি গবেষণা থেকে বীজ কিনে কৃষকদের বিনামূল্যে সরবরাহ করে বারি বেগুন-১২ চাষে কৃষকদের আগ্রহ তৈরি করেন।
কৃষক সাইদুল উপজেলা কৃষি অফিস থেকে বীজ নিয়ে তার দুই শতক জমিতে রোপণ করেন। এতে তার খরচ হয়েছে সর্বমোট দুই থেকে আড়াই হাজার টাকা। বেগুনের ফলন হয়েছে প্রায় চার মণ। প্রতি কেজি তিনি বিক্রি করেছেন ৭৫ টাকা করে। এতে তার মোট আয় হয় ১২ হাজার টাকা। প্রতিটি বেগুন ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন হয়েছে। বেগুন এত বড় হয় বলে অনেকে একে লাউ বেগুন, রাখাইন বেগুন অথবা কেজি বেগুনও বলে থাকেন। উচ্চ ফলনশীল ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এই নতুন জাতের নাম হলো বারি বেগুন-১২। ফলন ভালো ও খেতে সুস্বাদু। আগস্টে বীজ বপন করে সেপ্টেম্বরে লাগাতে হয়। সঠিক সময়ে লাগাতে পারলে ফলন ও মূল্য ভালো পাওয়া যায়।

কৃষক সাইদুল বলেন, কৃষি অফিসার মনিরুল আমাকে বারি বেগুন-১২ চাষ করার জন্য উৎসাহিত করেন। তার পরামর্শ নিয়েই পরীক্ষামূলক দুই শতক জমিতে চাষ করি। তেমন একটা খরচ হয়নি আমার। অন্য দিকে বাজারে দাম ভালো পাওয়ায় আগামী বছরে আরো বেশি জমিতে চাষ করার আশা করছি। উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম বলেন, সাইদুল ইসলামের মতো আরো কয়েকজনকে নতুন জাতের বেগুনের বীজ বিনামূল্যে সরবরাহ করেছি। তারাও সফলতা পেয়েছেন। কৃষকদের সফলতা দেখে আমরা এই বেগুনের ব্যাপক সম্প্রসারণের বিষয়ে আশাবাদী।

 


আরো সংবাদ



premium cement
ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর গ্রেফতার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি

সকল