১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবশেষে ৯ মাস পরে আমতলীর ঘাটে ফিরলো লঞ্চ

-

যাত্রী সঙ্কটে ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে আমতলী-ঢাকা রুটে নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে। গতকাল শনিবার সকালে লঞ্চটি আমতলী ঘাটে এসে নোঙ্গর করে। এতে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রী ও ঘাটে কর্মরত শ্রমিকদের মধ্যে কর্ম চাঞ্চল্যতা ফিরে আসে।
জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই যাত্রী সঙ্কটে পড়ে আমতলী লঞ্চঘাট। চরম যাত্রী সঙ্কটে আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল অনিয়মিত হয়ে পড়ে। ফলে গত বছর ২০ জুলাই মালিক কর্তৃপক্ষ একেবারেই বন্ধ করে দেন লঞ্চ সার্ভিস। এতে দক্ষিণাঞ্চলের আমতলী, তালতলী, বরগুনা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা পড়েন চরম বিপাকে।
লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় ব্যবসায়ীদের ঢাকা থেকে স্বল্প খরচে দক্ষিণাঞ্চলে মালামাল আনা-নেয়াও বন্ধ হয়ে যায়। ফলে সড়ক পথে বেশি খরচ দিয়ে তাদের মালামাল আনতে হয়। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ওপরে প্রভাব পড়ে।
লঞ্চযাত্রী আবুল, শাওন ও রুবেল বলেন, দীর্ঘদিন পর লঞ্চে ঢাকা থেকে আমতলীতে এলাম। লঞ্চযাত্রার মতো এমন শান্তির ভ্রমণ আর কোথায় আছে? এ সার্ভিস যেন আর বন্ধ না হয়। আমতলী মাতৃছোঁয়া বস্ত্রালয়ের মালিক জি এম মুছা বলেন, লঞ্চ সার্ভিস চালু হওয়ায় ভালো লাগছে। অল্প খরচে ঢাকা থেকে মালামাল আনা যাবে।
আমতলী লঞ্চঘাট সুপার ভাইজার শহীদুল ইসলাম হাওলাদার বলেন, বেশ যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি শনিবার সকালে ঘাটে নোঙ্গর করেছে। এ সার্ভিস নিয়মিত রাখার চেষ্টা করব।


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল