সালথায় ভেজাল তেলের কারখানায় অভিযান মালিক আটক
- সালথা (ফরিদপুর) সংবাদদাতা
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদপুরের সালথায় নিজের কারখানায় ভেজাল সয়াবিন তেল, পোলাও চাল ও ডিটারজেন্ট পাউডার উৎপাদন করে বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করতেন জামাল মাতুব্বর নামে এক ব্যবসায়ী। এভাবে তিনি রাতারাতি কোটিপতি বনে যান।
গত শুক্রবার দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) আসাদুজ্জামান শাকিল ও সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে জামাল স্টোর নামের কারখানায় অভিযান চালিয়ে জামাল মাতুব্বরকে আটক করে। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল তেল, পোলাও চাল ও ডিটারজেন্ট পাউডার। আটক জামাল ভাবুকদিয়া গ্রামের মৃত মালেক মাতুব্বরের ছেলে।
সালথা থানার ওসি বলেন, ঠেনঠেনিয়া বাজারে অভিযান চালানোর সময় জামাল মাতুব্বরকে আটক ও তার উৎপাদিত ভেজাল মালামাল জব্দ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা