০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শরিফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

-

দশম শ্রেণীতে পড়ুয়া কিশোর শরিফুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বিছনায় শুয়ে শুয়ে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে। কখনো মাথার পেছনে ব্যথা, কখনো বা বুকে ধড়ফড়ানি। চোখ-গাল-মুখ ফুলে গেছে। রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি শরিফুলের চিকিৎসকরা জানান, রোগটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কেমোথেরাপিসহ তাকে উন্নত চিকিৎসার জন্য কমপক্ষে আরো পাঁচ লাখ টাকা ব্যয় হবে। এতে মাথায় আকাশ ভেঙে পড়ে দরিদ্র এই পরিবারটির। এত টাকা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
বেকারি পণ্যের ফেরিওয়ালা বাবা ধারদেনা করে একমাত্র ছেলের চিকিৎসায় ইতোমধ্যেই নিঃশেষ হয়ে গেছেন। এখন এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে নাটোরের বড়াইগ্রামের রয়না গ্রামের মানিক হোসেন ও মা শরীফা খাতুনের ছেলে শরিফুল ইসলাম। এমন পরিস্থিতিতে তারা জনপ্রতিনিধিসহ সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
তাদের সাহায্য পাঠানোর ঠিকানা : সঞ্চয়ী হিসাব নং ১১২০০০১০৩৯৪৭৭, গ্লোবাল ইসলামী ব্যাংক বড়াইগ্রাম শাখা। অথবা সঞ্চয়ী হিসাবে নং ৪৯০৩১০১০২৫৭৩৮, সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখা। মোবাইল ফোনেও ০১৭৭০০৭৯২৮৬ (বিকাশ) নাম্বারে তাকে আর্থিক সহযোগিতা করা যেতে পারে।

 


আরো সংবাদ



premium cement