১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সড়কে যানবাহনের চাপ বাড়লেও উত্তরের ঈদযাত্রা স্বাভাবিক

-

প্রিয়জনদের সাথে ঈদ উৎসব পালন করতে এরই মধ্যে ঢাকা থেকে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকে। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটে বাড়ছে যানবাহনের চাপ। তবে এখন পর্যন্ত উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে।
শুক্রবার বিকেল থেকেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর রুটে গাড়ির বেশ চাপও লক্ষ্য করা যায়। তবে কোথাও কোনো প্রকার যানজট বা ধীরগতি দেখা যায়নি।
উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রী সাফিয়া বেগম জানান, দীর্ঘ দিন থেকে ঈদের আগে ঘরে ফিরতে যানজটে পড়তে হয়েছে। এবার কোনো যানজট নেই। আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে খুশি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক জাফর উল্লাহ বলেন, গাড়ির চাপ বাড়তে থাকলেও যাত্রীরা বুঝতেই পারছে না তারা ঈদের ছুটিতে ফিরছেন। মহাসড়কে গাড়ি চলাচল একদম স্বাভাবিক রয়েছে। আমরা ড্রোন ক্যামেরা দিয়ে মনিটরিং করছি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement