চেড়াঘাট সাতগম্বুজ মসজিদ
- শামসুর রহমান লালটু কলারোয়া (সাতক্ষীরা)
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন কলারোয়ার চেড়াঘাট সাতগম্বুজ মসজিদ। পৌনে ২০০ বছরের পুরনো এ মসজিদের অনুপম নির্মাণশৈলী ও কারুকাজ সবাইকে আকৃষ্ট করে। ঐতিহাসিক এই মসজিদটি স্থানীয়দের কাছে কায়েম বিশ্বাসের মসজিদ বলে পরিচিত।
কলারোয়া উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে নৌখালের কোল ঘেঁষে চেড়াঘাট গ্রামে এ মসজিদটির অবস্থান। মসজিদের প্রবেশদ্বারের নামফলকে স্থাপিত সাল উল্লেখ রয়েছে বাংলা ১২৬৯ ও ইংরেজি ১৮৬২। এ গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের সদস্য ফয়েজ বিশ্বাস ও তার অনুজ সাজেদ বিশ্বাস জানান, মসজিদের নির্মাতা কায়েম বিশ্বাস ছিলেন একজন গাঁথিদার। প্রবল পরাক্রমশালীও ছিলেন তিনি।
অধ্যাপক আবু নসরের লেখা ‘কলারোয়া উপজেলার ইতিহাস’ বইটিতেও এরূপ কাহিনী বলা আছে। কায়েম বিশ্বাস কলকাতা থেকে নির্মাণ শ্রমিক ও সরঞ্জামাদি এনে নিজ গ্রাম চেড়াঘাটে প্রায় ১৬১ বছর আগে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। মসজিদটির গাঁথুনি পাতলা আকারের ইট ও চুনসুরকি দিয়ে। ১২ শতক জমির ওপর নির্মিত এ মসজিদে রয়েছে সাতটি দরজা। ১০টি পিলারের ওপর মসজিদের ছাদ। প্রায় ১৫ ফুট উচ্চতার এই মসজিদে রয়েছে সাতটি গম্বুজ ও ১০টি মিনার। মসজিদের প্রতি সারিতে একসাথে ৬০-৬৫ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা