গুরুদাসপুরে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
- গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
নাটোরের গুরুদাসপুরে ৩০ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মশিন্দা সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর সাধুপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব, মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন ও তার স্ত্রী খাদিজা বেগম।
র্যাব জানায়- গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। গ্রেফতারের দিন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের সময় উপজেলার মশিন্দা সাধুপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩০ কেজি গাঁজাসহ তাদের কাছ থেকে দু’টি মোবাইল সেট ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা