১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধরাছোঁয়ার বাইরে মেঘনার হামলাকারীরা

মনপুরায় মৎস্য অফিসের অভিযান
-


ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ চাইজাল উচ্ছেদ অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী। এতে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম, মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসানসহ অভিযানে থাকা মোট পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। মেরিন ফিশারিজ অফিসার মাহমুদুল হাসান ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। হামলার পর দিন গত বুধবার মেরিন ফিসরিজ অফিসার বাদি হয়ে সরকারি কাজে বাঁধা প্রদান করার দায়ে আটজনের নাম উল্লেখ করে মনপুরা থানায় একটি মামলা করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও আসামিরা চিহ্নিত হওয়া সত্ত্বেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

হামলায় গুরুতর আহত উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার ভোরে জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে মনপুরার মেঘনা নদীতে অবৈধ চাইজাল উচ্ছেদ অভিযানে যায়। তাদের সাথে মনপুরা থানার একজন উপপরিদর্শকসহ তিনজন পুলিশ সদস্য ও ট্রলারে মাঝিসহ ছয়জন শ্রমিক ছিলেন। মনপুরা উপজেলার তুলাতুলি মাছঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধ চাইজাল উচ্ছেদ শুরু করেন। কিছুক্ষণ পরই জেলেরা সংবাদ পেয়ে ৩০-৩৫টি ট্রলার ও একটি স্পিডবোট নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এ সময় হামলার নেতৃত্ব দেয়া স্পিডবোট থাকা আরিফ মাঝি, জসিম মাঝি ও মাসুদ পাটওয়ারী মিলে অভিযানকারী দলের ট্রলার থেকে মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম ও মেরিন ফিশারিজ অফিসার মাহমুদুল হাসানকে স্পিডবোটে তুলে নিয়ে বেদম মারধর করেন। একই সাথে জেলেদের অন্য ট্রলার থেকে অভিযানকারী দলের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।

এক পর্যায়ে অতিরিক্তি পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেন। এ হামলায় ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম, মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসান, মৎস্য অফিসের ট্রলারের মাঝি রাকিব মাঝি, শ্রমিক সৈকত ও রিয়াজসহ পাঁচজন আহত হয়। তাদের মধ্যে মনিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং মেরিন ফিশারিজ অফিসার মাহমুদুল হাসানকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
মনিরুল ইসলাম আরো জানান, হামলার সময় জসিম মাঝি, আরিফ মাঝি ও মাসুদ পাটওয়ারীকে বার নিষেধ করলেও তারা কোনো কথা শুনেননি। তারা এলোপাতাড়ি মারধর করে তাকে মাথায় আঘাত করে গুরুতর আহত করলে সে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মনপুরা হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে। হামলার সময় তার ব্যবহৃত মোবাইল, জাতীয পরিচয়পত্র (এনআইডি) ও পকেটে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

মনপুরা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসান জানান, তিনি হামলার পরদিন মনপুরা থানায় একটি মামলা করেছেন। হামলার সময় তিনি পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালে পায়ের চিকিৎসা নিচ্ছেন।
মনপুরা উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মেঘনায় নিষিদ্ধ চাই জাল দিয়ে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীদের মদদে জেলেরা পাঙ্গাস মাছের পোনাসহ ছোট ছোট মাছের পোনা নিধন করছে। নিষিদ্ধ জালে বিরুদ্ধে মেঘনায় অভিযানে গেলে অভিযানে দায়িত্বরত অফিসারদের ওপর জেলেরা হামলা করে। এতে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা-কর্মচারী আহত হয়। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, জেলেদের সাথে মেঘনায় অভিযানে পরিচালনাকারী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় গত ৩ এপ্রিল মেরিন ফিশারিজ অফিসার মাহমুদুল হাসান বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। তবে হামলার সাথে জড়িতরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে না। যেহেতু জেলেরা সঙ্ঘবদ্ধ। তাই আসামিদের গ্রেফতার করতে হলে সতর্কতার সাথে করতে হবে। এর পরও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও
জানান তিনি।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল