কাউখালীতে জমে উঠেছে ঈদের মার্কেট
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
কাউখালীতে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলা সদরের দোকানগুলোতে রমজানের মাঝামাঝি থেকে ক্রেতাদের ভিড় লেগেই আছে। কিন্তু দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। অন্য দিকে গুণগত মানের কারণে দাম একটু বেশি বলে দাবি করেছেন দোকানিরা।
জানা গেছে, কাউখালী বন্দর ব্রিটিশ আমল থেকেই ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরের সাথে পাল্লা দিয়ে ঈদের নতুন পোশাক বেচাকেনা চলে। এখানে ঈদ আয়োজনের কমতি নেই। সব ধরনের পোশাক কাউখালীতে পাওয়া যায়। এখন রমজানের শেষ সময়। তাই, ঈদ বাজারে ঢল নেমেছে। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ নাহেরা, বাবা ড্রেস, বুুটিজ ও জর্জের গ্লাসি। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রঙ-বেরঙের শাড়ির চাহিদা তো রয়েছেই। ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, জিন্স প্যান্ট, পায়জামাসহ আকর্ষণীয় পোশাক রয়েছে দোকানগুলোতে। ক্রেতাদের সব ধরনের পছন্দের পোশাক ঐতিহ্যবাহী এই কাউখালী বাজারে পাওয়া যায়।
ক্রেতা মাসুম বিল্লাহ বলেন, গত বছরের চেয়ে এবার দাম একটু বেশি। তবে বিপণিবিতানগুলোতে পছন্দের পোশাক পাওয়া যাচ্ছে। নিম্ন আয়ের মানুষেরা ফুটপাথ থেকে তাদের পছন্দের পোশাক কেনাকাটা করছেন। জামা কাপড়ের সাথে জুতা বিক্রিও বেশ বেড়েছে। দামটা শুধু সাধারণ মানুষের নাগালের বাইরে।
পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক তো কিনতে হবেই। দেড় হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে আকর্ষণীয় পোশাক। ঈদ যতই ঘনিয়ে আসছে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।
কচুয়াকাটি গ্রামের বাসিন্দা রাজিন সিকদার বলেন, আগে যে ড্রেস এক হাজার টাকায় কেনা যেত, এখন সেটির দাম দুই হাজার টাকায়ও পাওয়া যায় না।
শহরের নূর বিতানের মালিক নুরুল আমিন বলেন, এ বছর গুণগতভাবে অনেক ভালো পোশাক আমাদের দোকানে আছে। দাম একটু বেশি হলেও সবার নাগালের ভেতরেই রয়েছে। এখানে কিনতে এসে কেউ ফিরে যাচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা