১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেকুয়ায় পাহাড়ের মাটিভর্তি ৪টি ড্রাম্প ট্রাক জব্দ, আটক ৪

-

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে পাহাড়ি মাটিভর্তি চারটি ড্রাম্প ট্রাকসহ চারজন মাটি পাচারকারীকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো: সাইফুল ইসলাম।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
ইউএনও সাইফুল ইসলাম জানান টইটং এলাকায় রাতের বেলায় পাহাড় থেকে মাটি কেটে ড্রাম্প ট্রাকে করে পাচার করছে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। এ সময় হাজি বাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মাটি পাচারকালে চারটি মাটি ভর্তি ড্রাম্প ট্রাক জব্দ করা হয়। এ ছাড়া এ সময় চারজন মাটি পাচারকারীকে আটক করা হয়। তিনি জানান, অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন পাচারকারী পালিয়ে যায়।

আটককৃতরা হলো- টইটং সোনাইছড়ি মাঝের পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে আরশাদুল ইসলাম, টুনু মিয়ার ছেলে আলী হোসেন, বটতলি এলাকার সেনায়েত আলির ছেলে আহমদ হোছেন ও হিরাবনিয়া এলাকার নুরুল আলমের ছেলে আবুল বাশার।
আটককৃতরা জানায়, টইটং এলাকার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে টইটং হাজি বাজার এলাকায় পাহাড় কেটে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।
ইউএনও সাইফুল জানান, গত ৩১ মার্চ রাতে উখিয়া উপজেলায় পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীরা ড্রাম্প ট্রাকের চাপায় একজন বন কর্মকর্তা নিহত হন। ড্রাম্প ট্রাক ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement