০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

লোডশেডিংয়ের প্রতিবাদে ভালুকায় বিদ্যুৎ অফিস ঘেরাও

-

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী লোকজন গতকাল বিকেলে পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। দুই দিনের মধ্যে নির্বাহী প্রকৌশলী বিদ্যুতের লোডশেডিংয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলে ঘেরাও প্রত্যাহার করে নেয় উত্তেজিত জনতা।
ভুক্তভোগীদের অভিযোগ, পবিত্র রমজান মাস আসার পর থেকেই ইফতার, তারাবির নামাজ, সাহরির সময় বিদ্যুৎ চলে যায় এবং অহরহ লোডশেডিং দেয়া হচ্ছে।
ভালুকা পিডিবির নির্বাহী প্রকৌশলী এ জে এম আনোয়ারুজ্জামান জানান, দেশে বিদ্যুতের ঘাটতি থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে একটু সমস্যা হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে ওই এলাকার বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।


আরো সংবাদ



premium cement