কাঁঠালিয়ায় বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা
- কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
ঝালকাঠির কাঁঠালিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণে শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। গত বুধবার সকাল ১০টায় কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে যুব রেড ক্রিসেন্টের কাঁঠালিয়া উপজেলা শাখার সদস্যরা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এ সময় যুব রেড ক্রিসেন্টের সদস্য, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা