০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে ঈদ ঘিরে রাস্তায় নামছে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় গাড়ি

বডি রঙ করার মাধ্যমে চকচকে করার চেষ্টা চলছে লক্কড়ঝক্কড় গাড়ি : নয়া দিগন্ত -

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ আর ছুটি শেষে কাজে বা বাড়িতে ফেরার প্রয়োজনে মেয়াদোত্তীর্ণ পুরনো গাড়িগুলোকে বাহারি রঙ-চঙ দিয়ে সাজানো হয় যাত্রীদের আকর্ষণে। মিরসরাইয়ে বিভিন্ন ওয়ার্কসপে চলছে লক্কড়-ঝক্কড় যানবাহন মেরামত আর রঙের কাজ। বহু বছরের পুরনো এসব গাড়ির গায়ে রঙ-চঙ লাগিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে।
সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকাসহ বেশ কয়েকটি ওয়ার্কসপে গিয়ে দেখা গেছে, সেখানে লক্কড়-ঝক্কড় বাস মেরামতের কাজ চলছে। ফিটনেসবিহীন ভাঙাচোরা গাড়িগুলো ঝালাই করে জোড়াতালি দেয়া হচ্ছে। কোনো গাড়ির ইঞ্জিন, সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া, ব্রেকে সমস্যা কিংবা সিটগুলো ছেঁড়া সেগুলো মেরামত করা হচ্ছে। মিস্ত্রিরা এসব পুরনো গাড়ি মেরামতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
চলাচলকারী যাত্রীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় দিনকে দিন বাড়ছে এসব গাড়ির সংখ্যা। তাই উৎসবে প্রাণহানি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগেই যাত্রী পরিবহনের ক্ষমতা হারিয়েছিল একটি গাড়ি। কিন্তু ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন এই গাড়িতে চলছে রঙের কাজ।
বারইয়ারহাট পৌরসদরে অবস্থিত বিসমিল্লাহ অটো কালার সেন্টারে গিয়ে দেখা গেছে, রঙমিস্ত্রি আরিফ পুরনো গাড়িগুলোর বডিতে রঙের কাজ করছেন। কাজের ফাঁকে তিনি জানান, ঈদকে সামনে রেখে পুরনো গাড়ি রঙ করে নতুন রূপে সাজানো হচ্ছে। সময় মতো ডেলিভারি দিতে দিন-রাত ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। মেরামত করা বাসের মধ্যে বেশির ভাগ বারইয়ারহাট-চট্টগ্রাম রুটে চলাচল করা চয়েস পরিবহনের বাস।
ঈদ সামনে রেখে পুরনো, লক্কড়-ঝক্কড় ও দুর্ঘটনার শিকার বাস মেরামত করে রাস্তায় নামানোর চেষ্টা চলছে। রঙ লাগিয়ে চেহারা বদল করা হচ্ছে এসব বাসের। তড়িঘড়ি করে মেরামত করা গাড়ির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে বাড়বে দুর্ঘটনার ঝুঁকি।
বারইয়ারহাট-মাদারবাড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, ঈদকে ঘিরে যাত্রীর চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা চিন্তা করে রুটে দু-একটি বাস বাড়ানো হয়ে থাকে। ফিটনেসবিহীন বাস নামানোর প্রশ্নই আসে না। হয়তো কিছু বাসে রঙ করা হয়।
সচেতন নাগরিক ও মিরসরাই পানি ব্যবস্থাপনা ফোরামের সভাপতি প্রফেসর ডা: মো: জামশেদ আলম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্কড়-ঝক্কড় গাড়ির কারণেই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে হরহামেশা। আর তাতে যাত্রীদের চলাচলে ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ঈদকে ঘিরে মহাসড়কের নিরাপত্তায়ন হাইওয়ে পুলিশ কাজ করছে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর বিষয়টি অবগত নই। অভিযান করে যদি ফিটনেসবিহীন বাস দেখা যায় তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement