১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুলাদীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন উদ্বোধন

-

বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে নির্মিত পানি নিষ্কাশন ড্রেন উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে ড্রেন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু।
এতে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান, জাইকার প্রতিনিধি ফয়সাল হোসেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বাহাউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন ও মুলাদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদার।
মুলাদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ড্রেনটি নির্মিত হয়। জলাবদ্ধতার কারণে বিগত ৫ বছরে ২২ একর জমিতে কোনো আমন ধান ফলানো সম্ভব হয়নি। ড্রেনটি নির্মাণের ফলে এখন এ জমিতে তিন মৌসুমেই ফসল উৎপাদন সম্ভব হবে বলে কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন।


আরো সংবাদ



premium cement