তেঁতুলিয়ায় বনবিটের ইকো ট্যুরিজম উন্নয়ন বিষয়ক কর্মশালা
- তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বনবিটের ইকো ট্যুরিজম উন্নয়ন বিষয়ক কর্মশালা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বন বিভাগ দিনাজপুরের অধীন ‘বন ইকোসিস্টেম সংরক্ষণ এবং ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের জন্য সম্ভাব্যতা অধ্যয়ন’ প্রকল্পের আওতায় তেঁতুলিয়া বনবিট ইকোপার্কের মাঠে এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু)। প্রধান আলোচক ছিলেন দিনাজপুর অঞ্চল সহকারী বন সংরক্ষক (এসিএফ) নূরুন্নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের মধুসূদন বর্মন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী, শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, এম এ বাসেত প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা