ভাঙ্গায় ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বগাইলগামী সার্ভিস উত্তর পাশে ব্রিজের নিচ থেকে ডাকাত দলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, রামদা, রড, চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতির ছেলে কালাচান খয়রাতি, পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম, পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া, আতাদি গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ, গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা