১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বস্তায় আদা চাষে সফল আব্দুল মজিদ

পড়ালেখা শেষে চাকরির পেছনে ঘুরেননি
বস্তায় চাষ করা আব্দুল মজিদের আদা গাছ : নয়া দিগন্ত -

বস্তায় আদা চাষ করে জামালপুরে সফলতার মুখ দেখেছেন সরিষাবাড়ী উপজেলার শিক্ষিত কৃষক আব্দুল মজিদ। ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে অনার্স সম্পন্ন করেন তিনি। এ দেশের ৯০ শতাংশ মানুষ যেহেতু কৃষিনির্ভরশীল তাই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ঘুরে কৃষিকাজকেই পেশা হিসেবে বেছে নেন আব্দুল মজিদ। জীবনের শেষদিন পর্যন্ত একজন কৃষক হিসেবে কৃষিকাজে সফলতা দেখে যেতে চান তিনি।
কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে স্বাবলম্বী হয়েছেন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকার আব্দুল মজিদ। জমিতে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে ফসল ফলানো যায় মজিদ; এর উজ্জ্বল দৃষ্টান্ত। স্বল্প জমিতে বেশি লাভ মজিদের বস্তায় আদা চাষ। আব্দুল মজিদের এই প্রযুক্তি দেখে অনেকেই আদা চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান স্থানীয়রা। উচ্চশিক্ষিত এই কৃষি উদ্যোক্তাকে সাধুবাদ জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
আব্দুল মজিদ বলেন, ছাত্রজীবন থেকেই ইচ্ছা ছিল একজন সফল কৃষক হওয়ার। মৎস্য চাষসহ নানা ফসলের জমিতে কাজ করেই তার সময় কাটে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। কেঁচো ব্যবহার করে জৈবসার তৈরি করেন তিনি। দেশে আদার চাহিদা ন্যূনতম হলেও ভূমিকা রাখতে স্বল্প জমি ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় আদা চাষ করার সিদ্ধান্ত নেন এই উদ্যোক্তা। সেই থেকে বসতবাড়ির আশপাশে পতিত তিন বিঘা জমিতে ১৪ হাজার বস্তায় আদা চাষ করেছেন। মজিদের পরামর্শ নিয়ে অনেকেই বাড়ির আশপাশের পতিত জমিতে আদার চাষ শুরু করেছেন বলে জানান তিনি।
সরেজমিন গিয়ে দেখা যায়, আদাগাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মজিদ ও দুইজন শ্রমিক। বাড়ির গাছপালার ছায়াতলে এবং আশপাশের তিনটি প্লটে সারি সারি বস্তায় আদার সবুজ চারাগাছ মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে।
আব্দুল মজিদ জানান, ইউটিউবে বগুড়ার মসলা গবেষণা ইনস্টিটিউটের আদা চাষ কৌশল ও তাদের কৃষি কথা নামে ম্যাগাজিন দেখে আদা চাষে উদ্বুদ্ধ হন তিনি। তিনি বলেন, যে দেশের মাটিতে সোনা ফলে সেই দেশে আদা আমদানি আমাকে ব্যথিত করে।


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩ টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০

সকল