ফেনীতে অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা স্মরণে সভা ও দোয়া
- ফেনী অফিস
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, ঐতিহ্যবাহী শাহীন একাডেমী ও সোনাগাজীর আল-হেলাল অ্যাকাডেমির সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফার ২০তম মৃত্যুবার্ষিকীতে গত মঙ্গলবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২০০৪ সালের এ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আবু বক্কর ছিদ্দিক মানিক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার চৌয়ারা ডিগ্রি কলেজের প্রভাষক নাছির উদ্দিন সরকার। বক্তব্য রাখেন- আল হেলাল অ্যাকাডেমি সোনাগাজীর সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফজলুল হক, জিয়াউল কাদের দিদার, শেখ আবদুল হান্নান, সাংবাদিক সমির উদ্দিন ভূঞা। গাজী ওবায়দুল হক রনির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মরহুম মোহাম্মদ মোস্তফার ছেলে সাইফুল ইসলাম ফয়সাল।
মোহাম্মদ মোস্তফা ফেনীর আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি, সোনাগাজী ফাজিল মাদরাসার সহসভাপতি, আল-হেলাল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতাসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা