১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

-

নোয়াখালী সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মৌসুমি উফশী আউশ ধান বৃদ্ধির লক্ষ্যে ৬০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সদর উপজেলা হল রুমে গত মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশরেফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলার প্রকৌশলী আবুল মনছুর আহম্মদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মণ্ডল। অনুষ্ঠান শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।


আরো সংবাদ



premium cement