উত্তরাঞ্চলের ঈদযাত্রায় স্বস্তির আশা
- নুরুল ইসলাম রইসী সিরাজগঞ্জ
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
উত্তরবঙ্গের মানুষ এবার ঈদে যানজটবিহীন সড়কপথে বাড়ি ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে। যমুনার উপর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার সড়কপথে চার লেনের কাজ শেষ হয়েছে। এ ছাড়া হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করে দেয়া হয়েছে। সংস্কার করা হয়েছে সড়কের উপর খানাখন্দগুলোও। ঈদের আগেই খুলে দেয়া হবে পাঁচলিয়া ওভারব্রিজ। আজ বৃহস্পতিবার সড়কের বাকি কাজ শেষ হয়ে যাওয়ার কথা। ফলে এবারের ঈদে উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উত্তবঙ্গের প্রায় ১৬ জেলার মানুষ রাজধানী ঢাকা ছাড়তে ব্যবহার করেন এই সড়কপথটি। স্বাভাবিক সময়ে দিনে ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় এ সংখ্যা বেড়ে দাঁড়ায় অর্ধলক্ষাধিক। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজটের চরম দুর্ভোগ পোহাতে হতো। এবার মহাসড়ক আরো প্রশস্তকরণ ও সংস্কার করায় এবারের ঈদযাত্রায় তেমন ভোগান্তি হবে না বলে সংশ্লিষ্টরা জানান।
এ দিকে সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-৩) প্রকল্পের অধীনে সাসেক সড়ক প্রকল্প এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চলছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। গত বছর এই মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও ফ্লাইওভার, কড্ডা ফ্লাইওভার ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে। যার ফলে গাড়ি চলাচল এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। রাতে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়ে গেলেও মহাসড়কে আগের মতো আর যানজটের সৃষ্টি হয় না।
সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-৩) প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের যাতায়াতে নির্বিঘœ করতে হাটিকুমরুল মোড়ে এক মাস আগেই কনক্রিটের রাস্তা মেরামত করে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে বগুড়ার মোকামতলা হয়ে রংপুর পর্যন্ত পুরোটায়ই চার লেনের ফ্যাসিলিটি দেয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের কিছু কিছু জায়গায় ছয় লেন করে দেয়া হয়েছে। আর হাটিকুমরুল থেকে বগুড়ার মির্জাপুর পর্যন্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সড়কের ওপর যেসব খানাখন্দ ছিল তাও সংস্কার করে দেয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে পাঁচলিয়া ওভারব্রিজ খুলে দেয়া হবে।
সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আবু জাফর বলেন, আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়ক যানজট মুক্ত রাখতে আমাদের ১৫ থেকে ১৮টা মোবাইল টিম কাজ করবে। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, এ বছর মহাসড়কের অবস্থা খুবই ভালো। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে। সেই সাথে বেশ কয়েকটি মোবাইল টিমও কাজ করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা