সৈয়দপুরে পাচারকালে ১৫০০ পিস ইয়াবা জব্দ, আটক ১
- সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
নীলফামারীর সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে পাচারকালে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় শহরের শহীদ তুলসীরাম সড়কের নতুন বাবুপাড়া থেকে এ পার্সেল জব্দ করা হয়।
লোহার নাটের মধ্যে অভিনব কায়দায় ঢুকানো এই মাদকের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। এ ঘটনায় রাজু আহমেদ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি রংপুরের উত্তম হাজীরহাট এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।
জানা যায়, ঢাকার সাভার থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বুক করে সৈয়দপুর শাখায় পাঠানো হয় কিছু নাটবল্টু। এর পর গোপন সংবাদের সূত্র ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের এসআই সাকিব সরকার ও এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই নাটবল্টু ডেলিভারি নেয়ার সময় রাজু আহমেদ নামে এক কারবারিকে হাতেনাতে আটক করে। পাঁচটি নাটের ভিতরে ইয়াবাগুলো রাখা ছিল। জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে সৈয়দপুর থানায় সোপর্দ এবং একটি মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা