শ্রীবরদীতে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
- শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে আউশ ধানের বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ হুমায়ুন দিলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা