১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে সুলভ মূল্যে দুধ ডিম গোশত বিক্রি উদ্বোধন

-

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ডিম ও গোশত বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
গতকাল বুধবার সকালে শহরের ব্রহ্মসমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল ইসলাম তালুকদার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, ডেইলি ফার্ম অ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি মীর কাসেম আলী, পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এম বি জামান সন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ আয়োজনের মাধ্যমে জেলার নিম্ন আয়ের মানুষ পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারবেন। বাজারের তুলনায় এখান থেকে কম মূল্যে দুধ ডিম ও গোশত সংগ্রহ করা যাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস জানান, এখান থেকে প্রতি কেজি গোশত ৬০০ টাকায়, প্রতি কেজি দুধ ৬০ টাকায় এবং ১১টি ডিম ১০০ টাকায় কেনা যাবে।


আরো সংবাদ



premium cement