ইলেকট্রিশিয়ান মাসুদ রানার চিকিৎসায় সাহায্যের আবেদন
- বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর কাজিবস্তি গ্রামের মরহুম মহসিন আলীর ছেলে ও কালমেঘ বাজারের ইলেকট্রিশিয়ান মাসুদ রানা (৩০) সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার মেরুদণ্ড অচল হয়ে গেছে। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা বন্ধ রয়েছে তার। মাসুুদ রানা কালমেঘ বাজারের বণিক সমিতির সদস্য।
মাসুদ রানার পরিবার জানায়, তার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় সাত লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন তার মেরুদণ্ডের অপারেশন করতে হবে। এ জন্য আরো প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। এই অর্থ জোগাড় করা এই পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সবার কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মাসুদ রানা, মোবাইল নম্বর ০১৭৩৭৪১৯১০৩ (বিকাশ)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা