নোয়াখালীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে দৈনিক সংগ্রামের উদ্যোগে গত সোমবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গনে দারু চিনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার নোয়াখালী জেলা প্রতিনিধি বখতিয়ার শিকদার। দৈনিক সংগ্রাম নোয়াখালী জেলা সংবাদদাতা বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আল ফারুক ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইসহাক খন্দকার। বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাধারন স¤পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সমস্য ও জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। ইফতার মাহফিলে নোয়াখালী প্রেস ক্লাবসহ সারা দেশে যে সকল সাংবাদিক মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। নোয়াখালী অফিস।