১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘর পেলেন ট্রেন দুর্ঘটনায় বসতঘর ভেঙে যাওয়া চান মিয়া দম্পতি

-

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনায় বিজয় এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে হতদরিদ্র এক দম্পতির ঘর ভেঙে ফেলে। চান মিয়া ও মনোয়ারা বেগম নামে এই হতদরিদ্রের ভেঙে যাওয়া ঘরটি নতুনভাবে নির্মাণ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। গত সোমবার তাদেরকে ঘরটি বুঝিয়ে দেয়া হয়।
জানা যায়, গত ১৭ মার্চ দুপুর দেড়টার দিকে উপজেলার ঢালুয়া ইউপির শিহর গ্রামের হতদরিদ্র চান মিয়া ও তার স্ত্রী মনোয়ারা নিজেদের ঘরের পাশে বসে কাজ করছেন। এ সময় ঘটে ট্রেন দুর্ঘটনাটি। দুর্ঘটনায় ট্রেনের একটি কোচ বিকট শব্দে ছিটকে এসে তাদের ঘরের ওপর গিয়ে পড়ে। এতে তাদের বসতঘরটি ভেঙে যায়।
পরে এ নিয়ে পত্রিকায় এবং টিভি চ্যানেলে খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন তাদেরকে নতুন ঘর করে দেয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী ইউএনও চান মিয়া দম্পতির জন্য একটি টিনশেড ঘর নির্মাণ করে দেন। ঘর হস্তান্তরের সময় ওই দম্পতিকে আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মোরগ ও দু’টি ছাগল ক্রয় করে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement