অদম্য মেধাবীদের পুরস্কৃত করলেন নড়াইলের পুলিশ সুপার
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
অদম্য মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছেন নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান। গত সোমবার দুপুরে তার কার্যালয়ের মিলনায়তনে মেধাবীদের হাতে সম্মাননা স্মারক, সম্মানী ও সনদপত্র তুলে দেয়া হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে এ-প্লাস প্রাপ্ত পুলিশ সদস্যের সন্তানদের মধ্যে পাঁচজন ছেলে ও তিনজন মেয়েকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পুলিশ সুপার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- এসআই জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান, নাজির হোসেনের ছেলে শাহ রিয়াজ আহম্মেদ রিয়ন, আব্দুল মতিনের ছেলে মুশফিকুর রহিম শিশির, মশিউর রহমানের মেয়ে মাহমুদা খাতুন, জাহাঙ্গীর আলমের মেয়ে নুসরাত জাহান এবং কনস্টেবল জামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন, নূর ইসলাম মোল্যার ছেলে তাওহীদ হাসান ও জিএম নূর মোহাম্মদের মেয়ে সাদিয়া সুলতানা নিপা। নড়াইল প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা