০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে আটক

-

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ১২ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন- মতলব উত্তর উপজেলার টিটু তফাদার, জসিম উদ্দিন, ইয়াছিন, নুর আলম, রেজাউল মোল্লা, আজিম বকাউল, মামুন ভুঁইয়া, আবুল হোসেন বকাউল, আরিফ, মাইনুদ্দিন, রমজান আলী ও হাসিব।
ওসি কামরুজ্জামান বলেন, গতকাল ভোরে নৌ পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর নামক স্থানে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এসব জেলেকে আটক করা হয়। একই সময় জেলেদের হেফাজতে থাকা দুই হাজার বর্গমিটার মশারি জাল ও একটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়।


আরো সংবাদ



premium cement