কুয়াকাটায় উপকূলীয় হিজবুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
- ০২ এপ্রিল ২০২৪, ০০:০৫
পটুয়াখালীর কুয়াকাটায় হাফেজদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্য প্রথমবারের মতো কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে কুয়াকাটা উপকূলীয় হিজবুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মুবাশ্বের হোসেন।
কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ও কুয়াকাটা ইভেন ম্যানেজমেন্টের ব্যবস্থাপক হোসাইন আমির। অথিতি হিসেবে মঞ্চে ছিলেন বিভিন্ন মাদরাসার প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বেলাল হোসাইন, কলাপাড়া তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলাম।
প্রতিযোগিতায় ৮টি প্রতিষ্ঠানের ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে প্রথম পুরস্কার অর্জন করেন- মহিপুরের মারকাজুল কুরআন ক্যাডেট মাদরাসার তরিকুল ইসলাম মুহিন, দ্বিতীয় হন কুয়াকাটা মিরাবাড়ি হাফেজি মাদরাসার মোহাম্মদ ইসমাইল, তৃতীয় মোহাম্মাদ তাওহীদ, চতুর্থ মোহাম্মদ ইজিদ, পঞ্চম মেহেদি হাসান তাওহীদ। এ ছাড়া প্রতিযোগী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা