১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে উসকানির প্রতিবাদে মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ

-

ফেসবুকে অনবরত ইসলামবিদ্বেষী ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেয়ার প্রতিবাদে সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিক্ষোভ মিছিলসহকারে মুজিব সড়ক ধরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় ওই ব্যক্তির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, আওয়াল খান বাবু, আহমেদ উল্লাহ, হীরা খান, সাবিহা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, রমজানের এই পবিত্র মাসে সাংবাদিক পরিচয়ে এক কুলাঙ্গার ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান আজান নিয়ে কটূক্তি করেছে। শুধু আজকে নয়, দীর্ঘবছর ধরে তিনি সাম্প্রদায়িক উসকানিমূলক লেখালেখি করে যাচ্ছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নইলে আগামীতে আরো বৃহৎ কর্মসূচি দেয়া হবে।
এ দিকে, এ কর্মসূচির পরপরই ফেসবুকে ওই ব্যক্তি একটি পোস্ট দেন যেখানে তিনি হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়কে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত লড়াই গড়ে তোলার আহ্বান জানান।
এ দিকে, শান্তিপূর্ণ পরিবেশকে অসাধু উদ্দেশ্যে এভাবে অশান্ত করা কারোরই কাম্য নয় বলে সাধারণ শহরবাসীর অভিমত।


আরো সংবাদ



premium cement