কোম্পানীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৯ জন হাসপাতালে
- কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
- ০২ এপ্রিল ২০২৪, ০০:০৫
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তিন বাড়ির ৯ জন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গিরিধারীর নতুন বাড়ি, হুন্নিরবারগো বাড়ি ও রামমোহন মহাজন বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
অসুস্থরা হলেন- অসীম মজমুদার, চিত্তরঞ্জন মজুমদার, রাজীব মজুমদার, জয়শ্রী মজুমদার, হৃদয় মজুমদার, তপন মজুমদার, ঝিল্লী মজুমদার, সুমি মজুমদার ও সঙ্গীতা মজুমদার।
ভুক্তভোগী অসুস্থ তপন মজুমদার ও রাজীব মজুমদার জানান, আমরা গত রোববার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে কেউ উঠতে পারিনি। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে আমাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় অসুস্থ ৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আশা করা যাচ্ছে, অতিদ্রুত তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা