সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে সবজি চাষে লাভবান কৃষকরা
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০২ এপ্রিল ২০২৪, ০০:০৫
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লাভজনক মালচিং পদ্ধতিতে সবজিসহ নানা ফসল চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। আধুনিক এ পদ্ধতিতে কম খরচ এবং অল্প শ্রমে দ্বিগুণ ফলন পাওয়ায় দিন দিন বাড়ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডশনের (পিকএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রকল্পের আওতায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) এ পদ্ধতি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। আধুনিক এ পদ্ধতি ব্যবহার করে কৃষকরা বেগুন, মরিচ, শসা ও তরমুজসহ বিভিন্ন সবজি চাষ করছেন।
জানা যায়, মানব মুক্তি সংস্থা (এমএমএস) উল্লাপাড়া উপজেলার সলঙ্গা, বাঙালা ইউনিয়নের ২৫ জন কৃষককে মালচিং পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষে হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা প্রায় ৩০ বিঘা জমিতে এ পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন।
উপজেলার চরবেড়া গ্রামর শসা চাষি মাহমুদুল হাসান জানান, তিনি ৪৫ শতক জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করেন। প্রতি মণ শসা ২০০০-২২০০ টাকা দরে বিক্রি করছেন।
এ ব্যাপারে উপজেলা কষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, মালচিং ব্যবহারের ফলে জমিতে ১০ থেকে ২৫ শতাংশ আর্দ্রতা সংরক্ষণ হয়। মালচিং পেপার শিট দিয়ে মাটি ঢেকে রাখার ফলে ঢাকা অংশের উষ্ণতা রাত, দিন ও শীতকালে সহনীয় থাকে। ফলে বীজ থেকে অঙ্কুরোগম দ্রুত হয়। এ ছাড়া শীতকালে মাটিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখা সম্ভব। সবজি চাষ মালচিং পদ্ধতি বেলে ও দোঁ-আশ মাটির জন্য উপযোগী। উপজেলার অধিকাংশ এলাকার মাটি এই পদ্ধতিতে চাষাবাদের জন্য খুবই উপযোগী এবং সম্ভাবনাময় বলে জানান এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা