রংপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
- রংপুর অফিস
- ০২ এপ্রিল ২০২৪, ০০:০৫
রংপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা। গত শনিবার নগরীর পুলিশ কমিউনিটি হলরুমে এই আয়োজন করে সংগঠনটির রংপুর শাখা।
ইফতারের আগে অ্যাসোসিয়েশনের শাখার সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের প্রতিষ্ঠান চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, সুশাসনের জন্য নাগরিক সুজনের মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল। এ সময় গণমাধ্যমকর্মী ছাড়াও রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ইফতার মাহফিলে যেসব ফটো সাংবাদিক ও সাংবাদিক নিহত হয়েছেন তাদের সবার রূহের মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা মিরাজুল ইসলাম।