ব্রহ্মপুত্রের চর থেকে অটোরিকশাসহ জুয়ার সরঞ্জামাদি উদ্ধার
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে পুলিশ অভিযান চালিয়ে জুয়াখেলার একটি বড় আসর ভেঙে দিয়েছে। এ সময় জুয়ারিদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, জুয়াখেলার গেইম বোর্ড, টেবিল, চেয়ার, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। তবে পুলিশ জুয়াড়িদের কাউকে আটক করতে পারেনি। জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, একটি সংঘবদ্ধ চক্র পুলিশের চোখ ফাঁকি দিয়ে চরাঞ্চলে জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে জুয়াড়িরা টের পেয়ে আগেই সটকে পড়ে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা