গোবিন্দগঞ্জে দুর্র্বৃত্তদের হাতে ব্যবসায়ী নিহত
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হাতে লেবু মিয়া (৪৭) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরেক ব্যবসায়ীও গুরুতর আহত হন। গত শনিবার মধ্যরাতে উপজেলার ইসলামপুর টু ফুলপুকুরিয়া সড়কের জীবনপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লেবু মিয়া, শাহ আলম ও শহিদুল ইসলাম নামে তিন কলা ব্যবসায়ী গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথ আগলে ধরে এবং তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে লেবু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তিনি গুমানীগঞ্জ ইউপির জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। একই গ্রামের নুর বক্তার ছেলে কলা ব্যবসায়ী শাহ আলমকে গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
রাতেই জেলা পুলিশের সি-সার্কেল উদয় সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্, ওসি তদন্ত মোত্তালেব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা