১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুৎতের ভুয়া বিলে গ্রাহক অতিষ্ঠ

-

ভুয়া বিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই বিচ্ছিন্নকরণের বিল প্রদান, একই বিলে একাধিকবার ভ্যাট নেয়া, বিলের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে।
পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক বছিরউদ্দীন অভিযোগ করে বলেন, ‘ফেব্রুয়ারি মাসের বিলে অতিরিক্ত ৪০ টাকা ৮০ পয়সা যোগ করে বিল তৈরি করা হয়েছে। এ বিষয়ে অফিসকে জানানো হলে অফিস বিলটি ফের যোগ করে দেখেন। বিলটিতে যোগের ভুল আছে বলে জানান। তবুও গোটা বিলটি পরিশোধ করতে বাধ্য করেন।’ বছিরউদ্দীনের বিলটিতে দেখা গেছে বিদ্যুৎ ব্যবহার, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, ভ্যাটসহ মোট যোগফল দাঁড়ায় ৪৬৬ টাকা ২০ পয়সা। কিন্তু গ্রাহককে বিল ধরিয়ে দেয়া হয়েছে ৪৮৪ টাকার। অতিরিক্ত ৪০ টাকা ৮০ পয়সার কোনো হিসাব দিতে পারেননি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। এ ধরনের অভিযোগ শুধু বছিরউদ্দীনের নয়, একাধিক গ্রাহক অভিযোগ দিয়েও কোনো সদুত্তর পাচ্ছেন না।
পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক মুন্তাসীর রহমান বলেন, ‘সমুদয় বিলের ওপর একবার ভ্যাট নেয়ার পরও আবার সমুদয় প্রদেয় ভ্যাট কথাটি লিখে আবারও সমপরিমাণ ভ্যাট নির্ধারণ করে বিলে যোগ করে টাকা নিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। শুধু তাই নয়, আমার বিলের সঙ্গে অতিরিক্ত বিল যোগ করে বিল দিয়েছে। ব্যবসায়ী তসলিমউদ্দীন বলেন, ‘আমার বাড়ির একটি মিটারে ৯ হাজার টাকা অতিরিক্ত যোগ করে বিল পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। অথচ শতকরা ৯০ ভাগ অভিযোগই আমলে নেন না তাঁরা।’
বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আহসান হাবিব বলেন, ‘বিলের ফরম্যাটটি সরকার কর্তৃক প্রদত্ত। বর্তমানে গোটা বাংলাদেশের সব বিদ্যুৎ কম্পানির একই ফরম্যাটে বিল করা হচ্ছে।
’তবে বিলে অতিরিক্ত বিলের যোগফল, ভ্যাট ও সমুদয় প্রদেয় ভ্যাটের ব্যাপারে তিনি কোনো সদুত্তর দেননি।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে তীব্র শীতে কাহিল মানুষ, তাপমাত্রা ১১.৮ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা আরো কমে ৮ ডিগ্রির ঘরে ভারতে মা ও শিশুদের মৃত্যুকে বাংলাদেশে হিন্দু নির্যাতন বলে প্রচার বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ-লিটন দাস চেন্নাইয়ের হাসপাতালে আগুন, মৃত্যু শিশুসহ ৬ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু শহীদ দেলোয়ারের কবর ছুঁয়ে প্রতিদিনই আর্তবিলাপ করেন মা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি! টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রাশিয়ার চেচনিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন আঘাত : দাবি করছেন চেচনিয়ার নেতা

সকল