১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নীলফামারীতে ব্রিজের সংযোগ সড়কে বালুর স্তূপ

-

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামে বুড়িখোড়া নদীর উপরে নির্মিত ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে শুধু বালু আর বালু স্তূপ করে রাখা হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার পথচারীরা।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর নীলফামারীর অধীনে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি এখানে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক থাকার কথা থাকলেও সংযোগ সড়কের পরিবর্তে রয়েছে শুধু বালুর স্তূপ। যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচল করতে গেলেও বালুতে পা দেবে যায়। অথচ জেলা শহর, ডোমার এবং জলঢাকা উপজেলায় যাওয়ার এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সড়ক।
এ ছাড়া ব্রিজের দু’পাশেই রয়েছে ককই বড়গাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ককই প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদরাসা, লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, কাচারী উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ বিএম কলেজ, চৌরঙ্গী স্কুল অ্যান্ড কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বালুর কারণে ব্রিজের উপর দিয়ে যেতে পারছেন না শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
ককই বড়গাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নারায়ণ রায় বলেন, ব্রিজ হওয়ার পর থেকেই ব্রিজ সংলগ্ন সড়কের কাজ পুরো করা হয়নি। দুই ধারে বালুর স্তূপ এমন করে রাখা হয়েছে যে এই ব্রিজের উপর দিয়ে স্কুল যেতে পারছি না। পাঁচ কিলোমিটার ঘুরে বিকল্প পথে স্কুলে যাওয়া আসা করতে হয়।
লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ব্রিজ হয়েছে অনেকদিন হলো। কিন্তু ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের কাজ না হওয়ায় পথচারীদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে।
নীলফামারী স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, ফিরে আসার সুযোগ নেই : সোহেল আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ

সকল