১৫ দিনের ব্যবধানে একই জেলের জালে আবারো ২৫ লাখ টাকার লাক্ষা মাছ
- নাসির উদ্দিন, ইন্দুরকানী (পিরোজপুর)
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
১৫ দিনের ব্যবধানে আবারও ইন্দুরকানীর দুলাল ফকিরের জালে ধরা পড়ল আরও ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে গত ১৬ মার্চ তিনি ২০ লাখ টাকার লাক্ষা বিক্রী করে আলোচিত হয়েছিলেন। এর মাত্র ১৫ দিনের মাথায় আবার ২৫ লাখ টাকার মাছ বিক্রী করে পুনরায় আলোচনায় উঠেছেন।
ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ^র ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুইটি ট্রলার ১৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দুটি ট্রলারেই অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়েছে। প্রতিটি লাক্ষার ওজন ৩ থেকে ৭ কেজি।
ট্রলারের জেলেরা জানান, ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় এবার পরিবার পরিজন নিয়ে ভালভাবে ঈদ করতে পারব।
ট্রলারের মালিক দুলাল জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রী হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।
পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়ৎদার মহসিন মেম্বর জানান, শনিবার দুলাল ফকিরের দুটি ট্রলারের মাছ নিয়ে আমার আড়তে আসে। পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রী করা হয়েছে।
অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা