১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ময়মনসিংহে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা

-

ময়মনসিংহ নগরীতে মাদক সেবনের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার নগরীর চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ফয়সাল নিয়মিত মাদক সেবন করে। শনিবার ফয়সাল তার মায়ের কাছে ১০ হাজার টাকা চাইলে বাবা জুলহাস টাকা দিতে বারণ করায় ফয়সাল ক্ষিপ্ত হয়ে বেল্ট দিয়ে বাবার ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই জুলহাস মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল মর্গে পাঠায়। এ ঘটনায় ফয়সালকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেফতারের চেষ্টা করছে।


আরো সংবাদ



premium cement