১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালিয়াডাঙ্গীতে একই গ্রামে ৫০ গরুর মৃত্যুতে আতঙ্ক

-

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মশালডাঙ্গী গ্রামে গত এক মাসের ব্যবধানে ৫০টির বেশি গৃহপালিত গরুর মৃত্যুতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।
শুধু চলতি সপ্তাহে ওই গ্রামে প্রায় ১৫টি গরু মারা গেছে। তবে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মতে, এটি গরুর বাদলা রোগ। আতঙ্কিত না হতে গ্রামবাসীকে পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।
জানা গেছে, বালিয়াডাঙ্গীর মশালডাঙ্গী গ্রামের সম্পূর্ণ সুস্থ-সবল গরুগুলোর হঠাৎ জ্বর, পেট ফাঁপা ও পেট ফুলে যাওয়া উপসর্গ দেখা দেয়। পরে গরুগুলোর খাওয়া বন্ধ হয়ে যায়। স্থানীয় পশু ডাক্তার দিয়ে দু-একদিন চিকিৎসা চলতে চলতেই মারা যায় গরুগুলো।
সম্প্র্রতি গরুর মড়কে আতঙ্কগ্রস্ত মশালডাঙ্গী গ্রামের হতদরিদ্র কৃষক মামুন বলেন, ‘গ্রামে কোনো কৃষকের মেয়ের বিয়ে কিংবা বড় বিপদ-আপদে গরুই একমাত্র ভরসা।
শহরে কৃষিকাজে এখন গরুর হাল তেমনভাবে ব্যবহার না হলেও গ্রামের কৃষি প্রতিটি ক্ষেত্রে গরুর ওপর নির্ভরশীল। একটি গরু বড় বা মোটাতাজা হওয়ার সাথে সাথে কৃষকের স্বপ্নগুলো বড় হতে থাকে। কিন্তু কৃষকের একটি গরু যখন মারা যায় তখন তার স্বপ্নভঙ্গ হতে শুরু করে।’
বড় পলাশবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন জানান, যেভাবে গরু মারা যাচ্ছে, তাতে তারা এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার চিন্তা করছেন। অন্য এলাকায় এসব গরু গেলে এলাকায় ব্যাপকভাবে রোগটি ছড়িয়ে পড়তে পারে।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘এটি মূলত গরুর বাদলা রোগ। আগে কেউ আমাদের বিষয়টি জানায়নি। গত মঙ্গলবার ওই গ্রামে ১০০ গরুকে প্রতিষেধক টিকা দিয়েছি। আগামীতে আবারো প্রতিষেধক টিকা দেয়া হবে। চিকিৎসায় গরু সুস্থ হয়ে যায়।’

 


আরো সংবাদ



premium cement