১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাবা-মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে

-

জামালপুরের মেলান্দহে বাবা-মাকে ভরণপোষণ না দেয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মজিদ আকন্দের ছেলে স্বপন ফকির ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসছিল। গত বুধবার ছেলে স্বপন ফকির তার বাবা-মাকে লাঠি দিয়ে মারধর করে। এ ঘটনায় মজিদ আকন্দ ছেলে স্বপন ফকিরকে আসামি করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ জানান, বাবাকে ভরণপোষণ না করার অপরাধে বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

 


আরো সংবাদ



premium cement