তরুণীর লাশ উদ্ধারের দুই মাস পর প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে মামলা
- বরিশাল ব্যুরো
- ৩০ মার্চ ২০২৪, ০১:৪২
বরিশালে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছেন তার মা। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বৃহস্পতিবার বাদি হয়ে তিনি এ নালিশি অভিযোগ করেন। বিচারক ইয়ারব হোসেন অভিযোগটি মামলা হিসেবে রুজু করেছেন। এ ঘটনার তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক।
গতকাল শুক্রবার আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রিয়াজ ও তার (রিয়াজ) তিন বন্ধু মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। এ কারণে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তার মা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা