আমতলীতে ২ ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ি গ্রেফতার
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ৩০ মার্চ ২০২৪, ০১:৪০
আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দুই ইউপি সদস্য সোলেমান মৃধা, আব্দুল বাতেন দেওয়ানসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য সোলেমান মৃধা ও ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন দেওয়ান কয়েক বছর ধরে এলাকায় জুয়ার দল গঠন করে নিয়মিত জুয়া খেলত। বৃহস্পতিবার রাতেও সেখানে তারা আরো ১০-১২ জনকে নিয়ে জুয়া খেলছিল।
পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যাওয়ার সময় ইউসুফ ও আব্দুল আউয়াল নামে আরো দুই জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
আমতলী থানার ওসি বলেন, ইউপি সদস্য সোলেমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা