০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

-

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা: এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন। বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা দুলাল সাহা, মুক্তিযোদ্ধা অমল চন্দ্র নট্ট, মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মুক্তিযোদ্ধার স্ত্রী হোসনেয়ারা মান্নান প্রমুখ। অনুষ্ঠানে মৃত মুক্তিযোদ্ধাদের স্ত্রী, সন্তান, জনপ্রতিনিধি, সরকারি-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


আরো সংবাদ



premium cement