বরগুনার টেংরাগিরি সংরক্ষিত বনে আগুন
- গোলাম কিবরিয়া বরগুনা
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি সংরক্ষিত বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার সকাল ৮টার দিকে সংরক্ষিত বনের বেহুলা নামক অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন বনে ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে তালতলী বন বিভাগ। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো নিশ্চিত হতে পারেনি বন বিভাগ।
এ বিষয়ে বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। নদী পার হয়ে এবং নদীতে ঢেউ থাকায় ওই সংরক্ষিত বনে যেতে আমাদের একটু সময়ের প্রয়োজন হয়েছে। তবে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণের পরেও বন বিভাগের লোকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান।