সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দুদক মামলা করবে
- বগুড়া অফিস
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে আলাদা দুই মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলা দু’টি দায়ের করবেন বলে জানা গেছে।
গত সোমবার এ বিষয়ে দুদক উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, কমিশন থেকে গত ২০ মার্চ এ বিষয়ে অনুমোদন দেয়া আলাদা দু’টি মামলা বগুড়া থেকে দায়ের করা হবে। আসামিদের বিরুদ্ধে কোটি টাকার ওপরে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার মামলা দায়ের করার কথা রয়েছে।
রেজাউল করিম বাবলু বগুড়া-৭ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা