সৈয়দপুর কলেজ অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও
- সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
- ২৬ মার্চ ২০২৪, ০০:০৫
নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগ কর্তৃক দেয়া তালা খুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় তালা খুলে দেন তিনি।
এর আগে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী, সুধী ও শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেন ইউএনও। পরে সবার সম্মতিতে কয়েকদিনের বিরোধ নিষ্পত্তি হলে অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেয়া হয়।
অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনরত কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ হাতে অধ্যক্ষের কক্ষের তালা হাতুড়ি দিয়ে ভেঙে অধ্যক্ষের কার্যালয় মুক্ত করেন। এ সময় সৈয়দপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড. আতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ শাহা আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার আলম টুটুল, সৈয়দপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ সরদার ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য ছাত্রলীগ নেতারা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ৭ মার্চ ঐতিহাসিক দিবসে কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলার অভিযোগে গত ১৩ মার্চ থেকে অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করছে কলেজ ছাত্রলীগ। কিন্তু অধ্যক্ষ ৭ মার্চ ছুটিতে ছিলেন এবং ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। গোলজার হোসেন নামে একজন শিক্ষককে ওই অনুষ্ঠানের আহ্বায়ক করেন তিনি। ছাত্রলীগ ও কয়েকজন আওয়ামী ঘরানার শিক্ষকের অভিযোগ অনুষ্ঠানের আহ্বায়ক জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলেই অনুষ্ঠান শেষ করেছেন। কিন্তু অধ্যক্ষ কিছু বলেননি। এ কারণে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা