২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রৌমারীতে সাংবাদিককে হত্যার হুমকি, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

-

সংবাদ প্রকাশের জের ধরে গত সোমবার বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্যে সাংবাদিককে হত্যার হুমকি দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ ফ্রেরুয়ারি দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় রৌমারীতে যাত্রামঞ্চে ভোট চাইলেন চেয়ারম্যান শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায় দৈনিক বাংলা পত্রিকার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে উদ্দেশ করে তার ও বাবার নামসহ অবাঞ্ছিত নানা প্রশ্ন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দফতরের কর্মকর্তাসহ সাংবাদিকরা গালিগালাজ করতে নিষেধ করায় তিনি আরো ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মারতে তেড়ে আসেন।
প্রসঙ্গত, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের শান্তিরচর সোনার বাংলা নাট্য সংগঠনের উদ্যোগে আজিজুল রহমান আজিবরের পরিচালনায় এক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। যাত্রাপালার নামে রাতভর চলে যাত্রা, গান, অশ্লীল নৃত্যের আসর বসে। ওই মঞ্চে উপজেলা চেয়ারম্যান ইমান আলী বিশেষ অতিথি থেকে আসন্ন পরিষদ নির্বাচনে ভোট চান। সাংবাদিকদের হুমকির পর নিরাপত্তার স্বার্থে দৈনিক বাংলা রৌমারী ও চর রাজিবপুর উপজেলা প্রতিনিধি বাদি হয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ব্যাপারে চেয়ারম্যান ইমান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা লেখালেখি করে আমার কিছুই করতে পারবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, আমার কক্ষে চেয়ারম্যানের এহেন আচরণের জন্য আমি সত্যি দুঃখিত। রৌমারী থানার ওসি আবদুল্লা হিল জামান সাধারণ ডায়রির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা

সকল