০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`
ঢাকা-১৯ আসন

নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুলের মোটর শোভাযাত্রা

-

ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে শনিবার সাভার- আশুলিয়া এলাকায় এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ পলাশবাড়ী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হলে বিভিন্ন স্থান থেকে ২৫ শতাধিক মোটরসাইকেল ও ৩০০ মাইক্রোবাস নিয়ে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকেন। সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানের প্রায় ৪০ কিলোমিটার সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আগের স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক মুন্সি, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহম্মেদ ভূঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল কাদির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী খান, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ৭-৮ হাজার সমর্থকের বিশাল শোভাযাত্রাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


আরো সংবাদ



premium cement